ঊনসত্তরের গণঅভ্যুত্থানের রাজনৈতিক পটভূমি
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূত্রপাতটা ঘটেছে হঠাৎ করেই, অনেকটা যেন অপ্রত্যাশিতভাবেই। ভেতরে ভেতরে অবশ্য প্রস্তুতি চলছিল। সে প্রস্তুতির প্রধান উপাদান একদিকে জনগণের অসন্তোষ এবং বিপরীত দিকে সরকারের নিপীড়ন। ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে আইয়ুব খান অসুস্থ হয়ে পড়েন। গুজব রটেছিল যে তিনি আর পুরোপুরি সুস্থ হয়ে নাও উঠতে পারেন। ওদিকে কুম্ভ যত শূন্য হয়, তার আওয়াজ বাড়ার যে নিয়ম তারই স্বাভাবিক অনুসরণে আইয়ুব শাসনের গৌরবগাথা প্রচারে ঢাকঢোল বাজনার মচ্ছব শুরু হয়ে গিয়েছিল।
আইয়ুব ক্ষমতা জবরদখল করেছেন ১৯৫৮ সালের অক্টোবরে, সেই 'বিপ্লব' দশক পূর্তি করলে মহা হুলস্থূল পড়ে যায়। সংবাদপত্র, বেতার, টেলিভিশনে অনবরত উন্নয়নের জয়গান শোনা যাচ্ছে, সরকারি পয়সা খরচের ঢল নেমেছে। বাবুর তুলনায় পারিষদদের গলার স্বর উঁচু হয়েছে। 'লৌহমানব' ফিল্ড মার্শাল আইয়ুব খান সাহেবের ছবি সকাল-সন্ধ্যা-রাতে দেখতে দেখতে মানুষ ত্যক্তবিরক্ত হয়ে পড়েছে; নানা রকমের গুজব ও রসিকতা চালু হয়েছে।