মা-বাবার নামে কেন মামলা করলো সন্তান?

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:৫০

সামাজিক মাধ্যমে মেহরিন নামে একজন কিশোরীর ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেছে এবং ইংরেজিতে জোরালো কণ্ঠে বলছে যে, ‘আমি মা-বাবার পাপেট নই, আমার সুরক্ষা চাই।’ দুটি কারণে মেহরিনের মামলাটি সামাজিক মাধ্যমে উৎসাহ সৃষ্টি করেছে। প্রথমত মেয়েটি কম বয়সী, দেখেই বোঝা যাচ্ছে সে এখনো বাবা-মায়ের ওপর নির্ভরশীল। এরপরও সে বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। আর মেয়েটি ইংরেজিতে কথা বলছে, যা সচরাচর কম শোনা যায়। ধারণা করা যায় সে ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট।


অলরেডি সমাজের মানুষ মেহরিনকে নিয়ে নানান কথা বলতে শুরু করেছেন। বলছেন, আজকালকার পোলাপান এত বেয়াদব যে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা ঠুকতেও একবার ভাবে না। এই মেয়ে থাকবে কোথায়? বাবা-মা ছাড়া কে তাকে আশ্রয় দেবে? মেহরিনকে কেন্দ্র করে এখনকার আরও শিশু-কিশোর, তরুণদের চরিত্র বিশ্লেষণ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও