
বন্যা সমস্যা এবং রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’
রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতাটি অনেকেরই জানা। রাজা হবুচন্দ্র তাঁর পায়ে ধূলি লাগা পছন্দ করছিলেন না। তিনি মন্ত্রী গবুচন্দ্রকে আদেশ দিলেন সমস্যার সমাধান করতে।
মন্ত্রিপরিষদ বহু সমাধানের চেষ্টা করে বিফল হয়ে শেষমেশ পুরো রাজ্যকে চামড়া দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সে জন্য চামারকে ডেকে আনলেন।
চামার শুনে বললেন, রাজার পায়ে ধূলি না লাগার জন্য পুরো রাজ্য চামড়া দিয়ে ঢাকার কী প্রয়োজন? রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দিলেই তো হয়! এভাবেই জুতার আবিষ্কার এবং ধূলি সমস্যার সমাধান হলো।
- ট্যাগ:
- মতামত
- বন্যা
- বন্যা পরিস্থিতি
- বন্যার্ত