ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিল ছাত্রলীগ

প্রথম আলো সখীপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৪:৩৪

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজে ক্লাস বর্জন করে অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁরা তালা দেন। এরপর একই দাবিতে কলেজ ছাত্রলীগ দুপুর সোয়া ১২টায় সখীপুর প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার রকিবুল বিজয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। দাবির পক্ষে এক সপ্তাহ আগে অধ্যক্ষকে সাত দিনের সময়সূচি বেঁধে দেওয়া হলেও অধ্যক্ষ কোনো তোয়াক্কা করছেন না। এ কারণেই আজ বাধ্য হয়েই কলেজ ছাত্রলীগ অধ্যক্ষসহ সব শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করেন। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি খন্দকার রকিবুল, সাধারণ সম্পাদক সুমন মিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান, আকিব খান, ইমন দেওয়ান, সাগর দানি, জয় প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও