মেয়াদের শেষ বছরে চাই বাড়তি সতর্কতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। আওয়ামী লীগ জোট পেয়েছিল ২৬৬ আসন; বিএনপি জোট ৭, জাতীয় পার্টি ২২ এবং অন্যরা পেয়েছিল ৪টি আসন। ২০১৯ সালের ৭ জানুয়ারি শপথ গ্রহণ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মন্ত্রিসভা। মহাজোট জয়লাভ করবে, এটা প্রায় নিশ্চিত থাকলেও এত বিপুলসংখ্যক আসনে তার জয়লাভ এবং বিএনপির এত কম আসন পাওয়া ছিল অভাবিত।
একাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি, এটা অনেকেই বলেন। বিএনপি ও তার মিত্ররা নির্বাচনের ফলাফল বর্জনপূর্বক নতুন নির্বাচন দাবি করে সে দাবি আদায় করতে অবশ্য পারেনি। সংসদ বাতিলের দাবি জানিয়ে বিজয়ীরা নানা নাটকীয়তা শেষে শপথ নিয়ে পরে সংসদে যোগও দিয়েছে। দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে প্রবল ক্ষোভ ছিল না বলেও হয়তো ওই নির্বাচনের পর গঠিত সরকার মেয়াদকাল শেষ করতে চলেছে। চার বছর পূর্ণ হলো। শেষ বছরটিও পার না করার কোনো বাস্তব কারণ বা লক্ষণ কিছুই এখনো দেখা যাচ্ছে না।