
মিরসরাইয়ে ২৪০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা কোম্পানি
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ২১:২৩
উচ্চমূল্যের বিভিন্ন পোশাক তৈরির কারখানা স্থাপনে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন কোম্পানি এসএসএইচ (বিডি) সাসটেইনেবল ফ্যাশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এ জন্য ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ১০০ টাকা ধরে) বিনিয়োগ করবে।
এসএসএইচ সাসটেইনেবল ফ্যাশন বছরে ৩ কোটি ৬০ লাখ জ্যাকেট, ব্লেজার, স্যুট, শার্ট, প্যান্ট, ট্রাউজার, জার্সি, টি-শার্ট, শর্টস, সুইমিংস্যুট, হুডি, ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের উচ্চমূল্যের পোশাক উৎপাদন করবে। কারখানাটি উৎপাদনে এলে সেখানে কর্মসংস্থান হবে ২ হাজার ৬২ জন বাংলাদেশির।