পাঁচ সপ্তাহের টানা পতনে বাজার মূলধন হারালো ২১ হাজার কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৫:১৩

টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এতে সবকয়টি মূল্যসূচকের পতন হওয়ার পাশাপাশি বড় অঙ্কের বাজার মূলধন কমেছে। এর মাধ্যমে টানা পাঁচ সপ্তাহ পতনের মধ্যে থাকলো দেশের শেয়ারবাজার।


পাঁচ সপ্তাহের এই টানা পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২১ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। এর মধ্যে গত সপ্তাহে কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। শেয়ারবাজারে এমন দরপতন হওয়ায় মতিঝিলে কাফন মিছিল করেছেন বিনিয়োগকারীদের এক অংশ।


দুই সপ্তাহের টানা পতনের পর গত সপ্তাহের প্রথম দুই কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে ভারত-পাকিস্তান সংঘাত জড়ানোর আতঙ্কে গত বুধবার দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়। একদিনেই ডিএসইর প্রধান মূল্যসূচক কমে যায় ১৪৯ পয়েন্ট। এছাড়া বাজার মূলধন কমে ১০ হাজার কোটি টাকা। তবে বৃহস্পতিবার আবার বড় উত্থান হয়। ডিএসইর প্রধান মূল্যসূচক ৯৯ পয়েন্ট বেড়ে যায়।


এতে সপ্তাহজুড়ে দরপতনের মাত্র কিছুটা কমে। অবশ্য এরপরও দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান থেকেই সপ্তাহ শেষ হয়। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২৩০টির। এছাড়া ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও