টানা দুই দিন ভারতে শেয়ার সূচকের পতন

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৮:১৭

ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের শেয়ারবাজারে। সপ্তাহের শেষ লেনদেনের দিন গতকাল শুক্রবার সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই কমেছে প্রায় ১ শতাংশ। এ নিয়ে টানা দ্বিতীয় দিন শেয়ার সূচকের পতন হয়েছে। যদিও পাকিস্তানে প্রথম আক্রমণের পর গত বুধবার উল্টো ভারতের শেয়ার সূচকের উত্থান হয়েছিল।


কিন্তু গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে পারেনি বাজার। ফলে এ দুই দিনে ভারতের বাজার মূলধন কমেছে প্রায় ৭ লাখ কোটি রুপি। এদিকে গত বৃহস্পতিবারের বিপুল পতনের পরে গতকাল ডলারের নিরিখে রুপির দর বেড়েছে। অন্যদিকে পাকিস্তানের শেয়ারবাজারে রক্তক্ষরণ হচ্ছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পর পাকিস্তানের মূল শেয়ার সূচকের পতন হয়েছে প্রায় ৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও