ফুটবলে মেসিরা জিতলো রাজনীতির ফাইনালে কে?
প্রায় একমাসের আবেগ, উত্তেজনা, ঝগড়া, ট্রল ফুরালো। অতিরিক্ত সময়, টাইব্রেকার শেষে বিশ্বকাপ ট্রফি উঠলো লিওনেল মেসির হাতে। অনেকদিন ধরেই সর্বকালের সেরা ফুটবলার পেলে না ম্যারাডোনা, এ নিয়ে তর্ক হচ্ছিল। লিওনেল মেসি পারফরম্যান্স দিয়ে নিজেকেও সেই তালিকায় তুলে এনেছিলেন। তবে তার ঘাটতি ছিল একটি বিশ্বকাপ। ব্যক্তিগত নৈপুণ্য যাই থাক, ঝুলিতে বিশ্বকাপ না থাকলে কেউ সর্বকালের সেরা হতে পারেন না। আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের পরের বছর লিওনেল মেসির জন্ম। নিজের শেষ বিশ্বকাপে এসেও ৩৫ বছর বয়সী মেসি অভাবনীয় নৈপুণ্যে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটালেন। নিজে তো ভাসলেনই, আনন্দের বন্যায় ভাসালেন বিশ্বের কোটি ভক্তকেও।
মেসির মত ফুটবলারের ঝুলিতে একটি বিশ্বকাপ না থাকলে সেটি ফুটবলের প্রতিই অন্যায় করা হতো। কাতারের ঝলমলে বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা খরা কাটলো, মেসির ক্যারিয়ার পূর্ণতা পেলো এবং মেসি নিজেকে তুলে আনলেন সর্বকালের সেরাদের তালিকায়। আমি ব্রাজিলের ভক্ত। তবে বরাবরই চাই ল্যাতিন ফুটবলের জয় হোক, শৈল্পিক ফুটবলের জয় হোক। আমরা ম্যারাডোনার খেলা দেখেছি, আমরা মেসি, রোনালদিনিও, রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পেদের খেলা দেখছি; এটাকে আমি সৌভাগ্য মানি।) বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি অন্য দেশগুলোতে কেমন হয় জানি না। তবে বাংলাদেশ বিশ্বকাপের একমাস বুঁদ হয়ে থাকে ফুটবলে।