কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুষ্ঠু নির্বাচন বনাম খাদ্য ও জ্বালানির দাম

www.ajkerpatrika.com অরুণ কর্মকার প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩৬

শেষ পর্যন্ত রাজনীতিই নাকি সবকিছু নিয়ন্ত্রণ করে। কখনো কখনো অবশ্য রাজনীতিকেও নিয়ন্ত্রিত হতে হয়। সেই নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা থাকে অর্থনীতির। স্থান-কালভেদে এবং পরিস্থিতির গভীরতা বিবেচনায় সেই অবস্থাকে জটিল, সঙিন কিংবা নিদেনপক্ষে বেকায়দায় পড়া বলা যায়। বর্তমান পৃথিবীর প্রতিটি দেশ এই তিনটির কোনো না কোনো একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।


সমগ্র ইউরোপ এখন অর্থনৈতিক সংকটের পথযাত্রী। যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে তা প্রকট হয়ে উঠেছে। আমেরিকার শরীর অনেক বড় কাপড়ে আবৃত। তাই কোনো দিকে কমতি হলে অন্যদিক থেকে কাপড় টেনেটুনে ঢাকা দেওয়া সম্ভব। তবে শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কিছু একটা সুরাহা না হলে আমেরিকার অনাবৃত শরীর দৃশ্যমান হওয়ার আশঙ্কাও অমূলক নয়।


আমাদের দেশও এই বিশ্ব পরিস্থিতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের বড় আশঙ্কার বিষয় খাদ্য ও জ্বালানির দাম এবং ডলারের সংকট। এর কোনোটিরই গতি-প্রকৃতি ভালো নয়। তবে দেশে এসব আশঙ্কার বিষয়ে ভয়-ভাবনা আপাতত কম; বরং সবচেয়ে বড় ভাবনার জায়গাজুড়ে আছে রাজনীতি। সুষ্ঠু নির্বাচন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও