রাজস্ব আশানুরূপ বাড়ছে না যেসব কারণে
রোজগার বাড়াও, সঞ্চয় করো-এ উপদেশ/পরামর্শ কি কোনো বুদ্ধিমান মানুষকে দিতে হয়? আমার মনে হয় না। যারা বুদ্ধিমান তারা স্বেচ্ছায়ই রোজগার বাড়ানোর চেষ্টা করে এবং কিছু সঞ্চয় করে। নিজের রোজগারে না হলে স্ত্রীকে দিয়ে চাকরি করায়, যাতে দুজনের রোজগারে কিছু সঞ্চয় করা যায়। দেখা যাচ্ছে আমাদের দেশের বেলায় কথাটা সর্র্বাংশে সত্য নয়। আমরা রোজগার/রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ নই।
এক্ষেত্রে অনেকটা ঢিলেঢালা ভাব রাষ্ট্রীয়ভাবে। তা না হলে স্বাধীনতার ৫০-৫২ বছর পরও আমাদের জিডিপি-রাজস্ব হার ৯ শতাংশে এসে আটকে থাকত না। বলা বাহুল্য, এ জিডিপি-রাজস্ব অনুপাত আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও কম। যেহেতু রাজস্ব বৃদ্ধি আশানুরূপ হচ্ছে না/হয় না, তাই, আমরা জানি, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সাহায্য ও ঋণনির্ভর। রাজস্ব উদ্বৃত্তের টাকা ব্যয়ে আমরা ‘উন্নয়ন’ করতে পারছি না। উন্নয়নের জন্য প্রতিবছর আমাদের ঋণ করতে হয়-হয় দেশীয় উৎস থেকে অথবা বিদেশি।