একাত্তর: ইতিহাস কবে বাকমুক্ত হবে?

প্রথম আলো মহিউদ্দিন আহমদ প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৩৯

একটি ভৌগোলিক এলাকা হিসেবে আমাদের জনপদ বারবার বাইরের শক্তির দ্বারা আক্রান্ত ও দখল হয়েছে। আমরাও বারবার দখলমুক্ত হয়েছি। শেষবার আমাদের জনপদ পাকিস্তান রাষ্ট্র থেকে মুক্ত হয় ১৯৭১ সালে। এরপর থেকে বাংলাভাষীরাই বাঙালিদের শাসক। এই পরিবর্তনটুকুর জন্য আমাদের জনপদকে অনেক মূল্য দিতে হয়েছে। স্বাধীনতার জন্য এত মূল্য খুব কম জনগোষ্ঠীকেই দিতে হয়।


আমরা বুক ফুলিয়ে বলি, একাত্তরে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন দেশ পেয়েছি। ইতিমধ্যে পাঁচ দশক পেরিয়ে গেছে। দেশে শত বছরমেয়াদি উন্নয়ন পরিকল্পনা হচ্ছে। আমাদের নজর এখন পরবর্তী শতকের দিকে।


একাত্তরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ২৬৬ দিনের যুদ্ধের অনেক গল্প বা ইতিহাস এখনো অজানা। আমরা যেটুকু ছুঁতে পেরেছি, তাকে বলা যায় ‘টিপ অব দ্য আইসবার্গ’। যত দিন যাচ্ছে, ততই নতুন নতুন তথ্য আমাদের হাতে আসছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও