যে নিত্য, তাঁর বিনাশ নেই
আজকের যুগে নারীরা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছেন। নিজের কন্যাসন্তানকে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী বানাচ্ছেন। আজকের নারীরা পাহাড়-পর্বতে চড়ে বেড়াচ্ছেন, অধ্যয়নের জন্য দেশের বাইরেও যাচ্ছেন। এমনকি যে খেলাধুলা থেকে নারীদের একসময় দূরে রাখা হতো, সেখানেও এখন নারীরা সাফল্যের চিহ্ন রাখছেন। ফুটবল-ক্রিকেট খেলায় নারীদের সাফল্য নজর কাড়ছে।
একটা সময় আমাদের এই সমাজ এমন ছিল না। তখন সমাজব্যবস্থা ছিল কণ্টকময়। নারীরা তখন ছিলেন অবরোধবাসিনী। নারীদের সেই অন্ধকার বন্দিদশা থেকে আলোকবর্তিকার সন্ধান দেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। সেই আলোয় ঝলসে যায় রক্ষণশীল সমাজের চরিত্র। এ কারণে ইতিহাসে মহীয়সী নারী বেগম রোকেয়ার গুরুত্ব অনন্য। সমাজ-রাষ্ট্রের অচলায়তন ভেঙে তিনি আলোর পথ দেখান।
- ট্যাগ:
- মতামত
- নারীর ক্ষমতায়ন
- বেগম রোকেয়া দিবস