বিশ্বকাপ ফুটবল : বাংলাদেশ কোথায়?
বাংলাদেশি ফুটবল সমর্থকদের খবর এখন বিশ্বমাধ্যমে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে আমাদের উল্লাস, উচ্ছ্বাস দেখার মতো। বাংলাদেশি সমর্থকদের জন্য ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ। মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।
অন্যদিকে ৫ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশের ব্রাজিল ফুটবলকেন্দ্রিক উন্মাদনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্রাজিলের গণমাধ্যম ইউওএল। সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমর্থকদের ব্রাজিল দলকে নিয়ে উৎসাহ-উদ্দীপনা। বিশ্বকাপের আগে এবং আসর চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া ব্রাজিল সমর্থকদের মিছিল-মিটিংয়ের বিষয়টিও তুলে এনেছে তারা।
শুধু বিশ্ব গণমাধ্যমে সমর্থকদের খবর প্রচারই করাই নয়, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখমের ঘটনাও ঘটেছে। উল্লাস বা উচ্ছ্বাসে বাংলাদেশ থাকলেও বিশ্বকাপে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ কেন ফুটবল বিশ্বকাপে নেই?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করেন, বিশ্বকাপ (ফুটবল) হচ্ছে, কিন্তু আমাদের কোনো অবস্থানই নেই। এটা তার জন্য অনেক কষ্টদায়ক উল্লেখ করে তিনি জানান, টেলিভিশনে বিশ্বকাপ খেলা তিনি দেখেন আর ভাবেন-কবে আমাদের ছেলেমেয়েরা এ বিশ্ব আসরে খেলবে। এই আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা একদিন এ বিশ্ব আসরে খেলবে।