কেন ব্রাজিল কেন আর্জেন্টিনা
ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘ফাউল’ নাটকটি দেখেছিলাম কয়েক বছর আগে। নাটকের বাবা চরিত্র আর্জেন্টিনার সমর্থক, ছেলে চরিত্র পছন্দ করে ব্রাজিল। পিতা-পুত্রের ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থনের কারণ গড়পড়তা সমর্থকদের মতোই। মা চরিত্রের ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই। তবু তিনি ইংল্যান্ড সমর্থন করেন, কারণ তাঁর ভাই থাকেন ইংল্যান্ডে!
কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই প্রতিটি ফুটবল বিশ্বকাপের মতোই আমাদের দেশের ফুটবলপ্রেমীরা মোটা দাগে বিভক্ত হয়ে পড়েছে দুই ভাগে। বাংলাদেশে কোন দলের সমর্থক বেশি—এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান নেই। ফুটবল বিশ্বকাপে ৫টি মহাদেশের ৩২টি দল, ইউরোপের এত দল; ভালো খেললেও ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরেই কেন এত উন্মাদনা? এমন প্রশ্নের উত্তর পেতে জানতে হবে ব্রাজিল বা আর্জেন্টিনা সমর্থনের পেছনে সমর্থকদের মনস্তত্ত্ব।