You have reached your daily news limit

Please log in to continue


মন্ত্রণালয় থেকে ইসিকে 'পাত্তা' না দেওয়ার বিপদ

বাংলাদেশের সংবিধানের ১১৮ (৪) অনুচ্ছেদ বলছে- 'নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।' আর ১২৬ অনুচ্ছেদের সুস্পষ্ট নির্দেশনা- 'নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে।'

এদিকে সংবাদমাধ্যম বলছে- গণপ্রতিনিধিত্ব আদেশ সংক্ষেপে আরপিও নামে পরিচিত নির্বাচনী আইনের বেশ কিছু ধারা সংশোধনে নির্বাচন কমিশন আগস্ট মাসে একটি খসড়া বিল নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানালেও 'পাত্তা' দিচ্ছে না মন্ত্রণালয়। শুধু তাই নয়; বিলের অগ্রগতি জানতে নির্বাচন কমিশন দুইবার চিঠি দিলেও তার জবাব মিলছে না। (সমকাল, ২৭ নভেম্বর, ২০২২)। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক- নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে সহায়তার দায়িত্ব পালন না করে নির্বাহী বিভাগ কার্যত সংবিধান লঙ্ঘন করছে কিনা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন