পারলে একজন বড় ঋণখেলাপিকে জেলে নিয়ে দেখান
দেশের ঋণখেলাপিরা ভীষণ ভয় পেয়েছেন। তাঁরা রীতিমতো গ্রেপ্তার–আতঙ্কে ভুগছেন। কোমরে রশি বেঁধে পুলিশ জেলে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য কল্পনা করে তাঁরা এই হালকা শীতেও ঘামছেন। কেউ কেউ রাজনীতির সঙ্গে যোগাযোগটা কাজে লাগাতে ফোনের পর ফোন করে যাচ্ছেন। কিন্তু খুব একটা সাড়াও পাচ্ছেন না। সব মিলিয়ে ঋণখেলাপি মহলে বিরাজ করছে চাপা উত্তেজনা ও আতঙ্ক।
সকালে একটা সংবাদ পড়ার পরেই আসলে এত সব ঘটনা। প্রথম আলোতেই আজ ছাপা হয়েছে সংবাদটি। শিরোনাম হলো: ১২ কৃষক জেলে ২৫ হাজার টাকা ঋণের মামলায়। ঘটনাটি পাবনার ঈশ্বরদীর। সংবাদটি হলো: ঈশ্বরদী উপজেলায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে ১২ জন কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩৭ জন কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ দ্রুত দায়িত্ব পালন করে। গ্রেপ্তার ১২ জন কৃষককেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি করেছিল বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠান।
- ট্যাগ:
- মতামত
- কৃষক
- ঋণখেলাপি
- ঋণখেলাপি মামলা