অনলাইন প্রশিক্ষণেও ভেন্যু ভাড়া, নাশতা, কাগজ–কলম খরচ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১১:০৪
প্রশিক্ষণ হয়েছে অনলাইনে। ফলে জায়গা ভাড়া নিতে হয়নি। লাগেনি নাশতা বা দুপুরের খাবার। কাগজ–কলমও সরবরাহ করতে হয়নি। অথচ এসব খাতে ব্যয় দেখিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট এবং মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পে আড়াই কোটি টাকার বেশি বিল পরিশোধ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ বিভাগের আওতায় এই দুটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয় থেকে প্রকল্প দুটির ২০১৯–২০ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত ১ নভেম্বর প্রতিবেদনটি জাতীয় সংসদে পেশ করা হয়েছে। এতে ছয়টি গুরুতর আর্থিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এসব বিল পরিশোধ দেখিয়ে প্রকল্পের মোট বরাদ্দের ২ কোটি ৫৭ লাখ ১ হাজার ৫১০ টাকা বা ২ দশমিক ৯২ শতাংশ ক্ষতি হয়েছে।