পরীক্ষার দিন কাপ্তাইয়ে ভাসল ২ নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ
আজ এইচএসসি পরীক্ষা। অন্য সহপাঠীদের সাথে পরীক্ষার হলে বসার কথা ছিল তাদের। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সিজক কলেজ থেকে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ছিলেন দুজন। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, পরীক্ষার মাত্র দু'দিন আগে কাপ্তাই লেকের কাট্টলি বিলে স্পিডবোটের সাথে বালুবাহী বোটের সংঘর্ষে নিখোঁজ হন তারা। এর দু'দিন পর ঠিক পরীক্ষার দিনই লাশ ভেসে উঠল তাদের লেকের বুকেই।
রবিবার (৬ নভেম্বর) ভোরের প্রথম প্রহরে রিটন চাকমা ও সকালে এলোমিনা চাকমার লাশ জেলেদের মাছ ধরার জন্য ফেলা জালের সাথে ভেসে ওঠে।
প্রথমে ভোর রাত ৩টার দিকে কাপ্তাই লেকের কাট্টলি বিল এলাকায় জেলেদের জালে আটকে ভেসে আসে রিটনের নিথর দেহ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও লংগদু থানা পুলিশ উপস্থিত থেকে লাশ উদ্ধার করে। পরে সকালে এলোমিনা চাকমার লাশও ভেসে উঠে একই স্থানে।