কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাঠে শোডাউন : ভেতরে আপডাউন

দৈনিক আমাদের সময় মোস্তফা কামাল প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২, ১৬:০৫

সবে চলছে কার্তিক। এর পর অগ্রহায়ণ শেষে পৌষ-মাঘ। ঋতুপঞ্জিকাদৃষ্টে শীত আসতে আরও অন্তত দুমাস। কিন্তু শীতের এবার আগাম আমেজ। উত্তর-দক্ষিণ মিলিয়ে দেশের বিভিন্ন জায়গায় শীত পড়া শুরু হয়েছে। রাজনীতিতেও এবার শীতের ঝাঁকুনি একটু আগেভাগেই। জাতীয় নির্বাচনের আরও ১৫ মাস বাকি থাকলেও কথাবার্তা ও তৎপরতায় ভোটের ভাব শতভাগ। অসংলগ্ন কথাবার্তা, পরস্পরকে হুমকি-ধমকি। তবে গুরুতর সংঘাত, পেট্রলবোমা, জঙ্গি তৎপরতা, ধরপাকড়, গুম-খুনের অভিযোগ নেই। এ বিবেচনায় আবহটি নিশ্চয়ই মন্দের ভালো।


সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নিজেদের ভ্যালু বাড়াতে গরম-গরম কথা বলছে। বারবার শোনাচ্ছে ‘তারা সরকারের সঙ্গে নেই।’ এরই মাঝে সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়ে আবার সংসদে ফিরে গেছে। রাজপথে শোডাউনের অবস্থা তাদের নেই। জাপার এ ভূমিকাকে হালকাচ্ছলে নিয়ে সরকারি দল থেকে বলা হয়েছে, আগামী নির্বাচনের আগ পর্যন্ত এ ধরনের আরও কত কিছুই হবে। পদ্মা-মেঘনা-যমুনার পানি কতদিকেই গড়াবে। সংসদের বিরোধী দলের এ ভূমিকার বিপরীতে রাজপথের বিরোধী দল বিএনপি এবার নেমেছে কোমর বেঁধে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা আদালতে নয়, রাজপথে সমাধান করবে, এমনকি আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন মর্মে রাজনৈতিক ঘোষণা দিয়েছেন তার এক আইনজীবী। আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার কায়সার কামাল হুশিয়ারি দিয়ে বলেছেন, খালেদা জিয়ার অংশগ্রহণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবী এতে বিব্রত। মামলায় লিভ টু আপিল করার পর কোনো আইনজীবীর এমন বক্তব্য সুপ্রিমকোর্টকে অবজ্ঞা করা বলে মন্তব্য দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলমের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও