তবুও সাধারণ মানুষ আশা নিয়ে বাঁচে
আমরা সাধারণ মানুষ সেই ২০২০ সালের শুরু থেকে অনিশ্চিত জীবন যাপন করছি। করোনার অতর্কিত আবির্ভাবে জীবনের ভয়ের চেয়েও বেশি করে চেপে বসেছিল রুটি-রুজি হারানোর ভয়। লাখো মানুষ রোজগার হারিয়ে দিশেহারা বোধ করেছে। এর পর নতুন স্বাভাবিক পরিস্থিতি শুরু হতে না হতেই মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে অস্বাভাবিক গতিতে বাড়তে থাকল জীবনযাত্রার ব্যয়। আয় কমে গেলেও ব্যয় ক্রমবর্ধমান। এসবের ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা সরাসরি এসে পড়ল ঘাড়ে। আমদানি-রপ্তানি হয়ে পড়ল ভারসাম্যহীন।
ছোট ব্যবসাগুলো আগে থেকেই চাপে ছিল। দ্রুতই বড় ব্যবসা হুমকির মুখে পড়ল। প্রায় ১০ শতাংশ মূল্যস্ম্ফীতি কেবল ভয়াবহই নয়; বিপজ্জনকও। রেমিট্যান্স কমলো। রিজার্ভে টান পড়ল। ডলার সংকট প্রকট হলো। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, টের পাওয়া যাচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- আশা
- সাধারণ মানুষ