কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাত্র ৪৩ কোটি টাকা নিয়ে কেন এত উদ্বেগ!

প্রথম আলো আলী রীয়াজ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ১৮:০৭

সরকারি তহবিলের অর্থে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের জন্য প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে দুটি ভবন নির্মাণের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার যে ঝড় উঠেছে, তা কৌতূহলোদ্দীপক।


এসব আলোচনার প্রধান সুর হচ্ছে সরকারের উচ্চপর্যায়ের দুই কর্মকর্তার জন্য ভবন নির্মাণের এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো, যখন সরকারের উচ্চ মহল থেকে দেশের মানুষকে কৃচ্ছ্রসাধনের অনুরোধ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একাধিকবার বলেছেন যে দেশে খাদ্যসংকটের আশঙ্কা আছে।


এ সপ্তাহে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে তিনি দেশের নাগরিকদের বলেছেন, ‘নিজেদের সঞ্চয় করে এবং কৃচ্ছ্রসাধন করে চলতে হবে।’ এই পটভূমিতে দুই সচিবের জন্য আলাদা করে ভবন নির্মাণের প্রশ্নটি যথাযথ, কিন্তু প্রশ্ন হচ্ছে, ৪৩ কোটি টাকা কি আসলেই খুব বড় অঙ্ক?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও