কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্ষমতার ঘোরে রাজনীতির অগস্ত্যযাত্রা

প্রথম আলো আবুল মোমেন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ২০:৩৮

বিএনপির প্রতিষ্ঠা, প্রতিষ্ঠাতা ও রাজনীতি নিয়ে নানা কথা আছে। কিন্তু এ সময়ে সত্য হলো, দলটি মাঠপর্যায়ের আন্দোলনে এবার সাড়া পাচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের পরে তারা অগ্নিবোমা-সন্ত্রাসের ওপর নির্ভর করে আন্দোলন চালাতে গিয়ে নেতিবাচক সমালোচনার সম্মুখীন হয়েছিল।


তারপর দীর্ঘ প্রায় আট বছর বিএনপি মাঠে আন্দোলন জমাতে পারেনি। এ সময় ক্ষমতাসীন সরকার উন্নয়নের অনেক কাজ করে আত্মবিশ্বাস বাড়িয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ও রাষ্ট্রনেতা হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তিও বেড়েছে। এর সুফল আওয়ামী লীগেরই পাওয়ার কথা এবং এতে তাদের অনুকূলে জনমতও বাড়ার কথা।


এ সময়ে আওয়ামী লীগ নেতৃত্ব সরকার পরিচালনা, ক্ষমতা সংহত রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নেই মনোযোগী ছিল। কিন্তু দল ও রাজনীতির দিকে নজর দেয়নি। এর পরিণতি দলের জন্য ভালো হয়নি আর গণতান্ত্রিক ব্যবস্থায় দুর্বল দল ও দলীয় রাজনীতি নিয়ে সরকারের পক্ষে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে এগিয়ে চলা কঠিন হয়ে পড়ে। আওয়ামী লীগ বর্তমানে এ রকম একটা কঠিন বাস্তবতার মুখোমুখি রয়েছে বলেই মনে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও