চোখের পাওয়ার বাড়লে আর লেন্স পরা যায় না? এ ধারণা কি ঠিক, না কি চিকিৎসকেরা অন্য কথা বলেন?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১৯:৪৩
প্রতি দিন চোখে চশমা এঁটে কাজে বেরোলেও, এক-আধটা দিন বাহারি পোশাকের সঙ্গে লেন্স পরতে ইচ্ছা হয়। কিন্তু লেন্স পরেন, এমন নানা জনের কাছে নানা রকম কথা শুনে লেন্স পরা নিয়ে মনে মনে একটু ভয় পেয়েই আছেন।
চিকিৎসকদের মতে, ২৫ বছরের কমবয়সিদের মধ্যে অন্তত ৩০ শতাংশের বিভিন্ন ধরনের চোখের সমস্যা রয়েছে। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া বা অ্যাস্টিগমাটিজমের মতো সমস্যা ঘরে ঘরে দেখা যায়। তাই এই সব সমস্যাকে বাড়তে না দেওয়ার সবচেয়ে সহজ উপায় চশমা বা কন্ট্যাক্ট লেন্স।
- ট্যাগ:
- লাইফ
- চোখের যত্ন
- শিশুদের চোখের যত্ন