বিসিএস : মেধাবীরা কেন মাঠে?
পিএসসি’র এখন যে অবস্থা, তা পূর্বের জায়গায় নেওয়া খুবই দুরূহ হয়ে যাবে বলে মনে হচ্ছে। কারণ প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মিডিয়ায় চাকরি প্রার্থীরা পিএসসি বা এর কোনো সদস্য বা চেয়ারম্যানকে নিয়ে কিছু বললে, তখন সাধারণ মানুষ বা চাকরি প্রার্থীরা বিষয়টি নিয়ে তিনবার ভাবতো! কারণ সবার ভাবনায় ছিল, বিসিএস এমন একটা পরীক্ষা, যেখানে ঠিকঠাকভাবে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে ভালো কিছু করা সম্ভব এবং ক্যাডার বা নন-ক্যাডার একটা চাকরি মেধাবীদের হবেই।