আজ স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২, ১০:২৮

তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে মোট ৩৪টি ম্যাচ খেলেছে। মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক টেস্ট জয় ছাড়া বাকি সব ম্যাচে হেরেছে বাংলাদেশ। সাত টি-টোয়েন্টিতে জয়ের দেখা নেই, বরং এক শর নিচে দুইবার অল আউট হওয়ার ক্ষত আছে, যার সর্বশেষটি সব শেষ ম্যাচে। গত বছর অকল্যান্ডে ৭৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ আজ আবার নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে ক্রাইস্টচার্চে।


ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ দলের জন্য একমাত্র সুখবর ভিনদেশি লিগে ব্যস্ত থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে আজ।


‘সুখবর’ অবশ্য আরেকটি আছে। আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৪৬ রান করেছিল বাংলাদেশ দল। আর গতকাল একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের চেয়ে মাত্র ১ রান বেশি করেছে স্বাগতিকরা। তাতে এ আসরে এখনো জয়ের মুখ না দেখা দল দুটির দূরত্ব খুব বেশি মনে না হতেই পারে। তবে ক্রিকেটের টুকটাক খোঁজখবর রাখা মানুষটিও জানেন সামর্থ্যের এই দূরত্ব বাস্তবে অনেক বেশি। বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে। সব ধরনের আন্তর্জাতিক ম্যাচের ৩৩-১ স্কোরলাইন স্বাগতিকদের প্রবল প্রতাপের সাক্ষ্যই দেয়।


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও