
সাফ অ্যাথলেটিক্স নয়, জ্যোতিদের বিশ্বকাপের সঙ্গী অলিম্পিয়ান জুই
গত মাসে মাত্র দুই দিনের ব্যবধানে ক্রিকেট বোর্ড ও অ্যাথলেটিক্স ফেডারেশন সাবেক অলিম্পিয়ান ফৌজিয়া হুদা জুইকে কোচ হিসেবে ঘোষণা করেছিল। সাবেক তারকা অ্যাথলেট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কোচ হিসেবে কর্মরত। বিকেএসপির সম্মতিতে জুই ২১ মার্চ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্ট্রেনথ এন্ড কন্ডিশনিং কোচের কাজ করছেন।
নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে অংশ নিতে আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। জ্যোতি-সুপ্তাদের সফরসঙ্গী হচ্ছেন সাবেক অলিম্পিয়ান জুইও। ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদ এসএ গেমসে অংশ নিয়েছেন।
আরো কয়েকবার অ্যাথলেট হিসেবে পাকিস্তান সফর করলেও এই সফরটি একটু ভিন্নই জুইয়ের কাছে, 'এত দিন ব্যক্তিগত ইভেন্টে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করেছি। এবারই প্রথম দলীয় কোনো ডিসিপ্লিনের সঙ্গে যাচ্ছি। যা আসলেই ভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ। দলীয় ইভেন্টে টিম বন্ডিং আরো অনেক বিষয় থাকে।'
- ট্যাগ:
- খেলা
- নারী খেলোয়াড়