
পারলে সালাহকে ধরে বিমানে তুলে দিতেন এভারটন কোচ
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২৭ গোল আর ১৭ গোলে সহায়তা মোহাম্মদ সালাহর। এবারের প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। এমন এক খেলোয়াড়কে মাঠে বোতলবন্দী করে রাখা খুবই কঠিন। এভারটন কোচ ডেভিড ময়েসও তাই সালাহকে ঠেকানোর প্রশ্নে একটু রসিকতাই করলেন। লিভারপুল তারকাকে মাঠে আটকানোর চেয়ে তাঁকে পারলে বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দিতেন ময়েস। এভারটন কোচের ভাষায়, ‘আমরা তাকে বিমানবন্দরে নিয়ে উড়োজাহাজে তুলে দেওয়াটাই বেশি উপভোগ করব।’
প্রিমিয়ার লিগে আজ রাতে স্বাগতিক হয়ে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল। দুই পড়শির এই লড়াই ‘মার্সিসাইড ডার্বি’ নামে পরিচিত। যেখানে আজ রাতের ম্যাচে নিশ্চিতভাবেই এভারটনের মাথাব্যথা লিভারপুলের গোলমেশিন সালাহ। পয়েন্ট টেবিলে দুই পড়শির মাঝে ব্যবধান বিস্তর। ২৯ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্নে স্লটের লিভারপুল, তাদের সঙ্গে ৩৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ১৫তম স্থানে ২৯ ম্যাচে ৩৪ পয়েন্ট পাওয়া এভারটন।