ক্রিকেটে নানা রকম উদযাপনের দেখা মেলে, একেক ক্রিকেটারের আনন্দ প্রকাশের ভঙ্গি একেক রকম। ব্যক্তিগত ও দলীয় যেকোনো ছোট-খাটো উদযাপনের বিশেষ ‘স্টাইল’ অনেক সময় খবরের শিরোনাম হতে পারে। তেমনই একটি ‘নোটবুক সেলিব্রেশন’। যা অনেকটা উইকেট পাওয়ার পর হাতের তালুকে কাল্পনিক খাতায় রূপ দিয়ে তাতে কলম দিয়ে লেখার মতো। কিন্তু তেমনই একটি উদযাপনের জন্য আইপিএলে শাস্তি ও ট্রোলের শিকার হতে হচ্ছে এক বোলারকে।
গতকাল (মঙ্গলবার) লখনৌর অটলবিহারি পাজপেয়ি একানা স্টেডিয়ামে স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। ম্যাচটিতে পরাজিত লখনৌ’র হয়ে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন স্পিনার দিগভেশ রাঠি। লেগস্পিনে ৪ ওভারে ৩০ রান খরচায় তিনি ২ উইকেট শিকার করেছেন। তার প্রথম উইকেটটি ছিল প্রিয়াংশ আরিয়ার। পুল করতে গিয়ে টপ-এজ হয়ে ক্যাচ তুলে দেন এই পাঞ্জাবি ওপেনার। এরপরই নিজের ‘নোটবুক সেলিব্রেশন’ করেন দিগভেশ। যার জন্য তাকে জরিমানা করেছে বিসিসিআই।