৩৭৪ কেজি ইলিশ জব্দ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ০৮:২৮

ইলিশ মাছের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারা দেশে ইলিশ মাছ ধরায় গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এদিকে গতকাল শুক্রবার দেশের তিন জেলায় অভিযান চালিয়ে ৩৭৪ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুই জেলায় পাঁচ জেলেকে জরিমানা করা হয়।


বরগুনায় সাত জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে ১৪০ কেজি ইলিশ গেল এতিমখানায় : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ইলিশগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।


গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ভবানীগঞ্জ বাজারে দুই মাছ ব্যবসায়ী ইলিশ বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একজন পালিয়ে যান। আরেকজনের কাছ থেকে ১৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।


বিজ্ঞাপন


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও