টেকসই সাংবাদিকতা :পেশাদারিত্ব ও আস্থার সমন্বয়
মানুষ সঠিক তথ্যের জন্য মূলধারার সংবাদমাধ্যমেই আস্থা রাখতে চায়। এ জন্য সংবাদমাধ্যমগুলো সেল্কম্ফ রেগুলেটরি ব্যবস্থার মধ্য দিয়ে পেশাদারিত্বপূর্ণ সাংবাদিকতার চর্চা করতে পারে। মিডিয়া সেল্কম্ফ রেগুলেশন হলো মিডিয়ার জন্য নির্ধারিত কিছু নিয়ম বা বিধিবিধান, যেগুলো মিডিয়া প্রতিষ্ঠানগুলো মেনে চলবে। এটি রাষ্ট্র বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ থেকে প্রণীত আইনকানুন থেকে একেবারে আলাদা। সংবাদমাধ্যম একক বা সামষ্টিকভাবে নিজেদের জন্য নিজেদের স্বার্থে সেল্কম্ফ রেগুলেশন চালু করতে পারে।
সূচনালগ্ন থেকেইে সাংবাদিকতা বিভিন্ন রকম সংকট ও সমস্যা নিয়েই এগিয়েছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন কারণে বিশ্বব্যাপী সাংবাদিকতা এখনও গুরুতর চাপের মধ্যে। সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা, পাঠক-দর্শক-শ্রোতাপ্রিয়তা এবং পেশাগত আদর্শ ও মান বজায় রাখার ক্ষেত্রে এসব বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন সমস্যা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতার কারণে সাংবাদিকতার যথার্থ চর্চা বিঘ্নিত হচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- সাংবাদিক
- সংবাদ
- সাংবাদিকতা