সৎ ও ত্যাগী তরুণরাই পারে ছাত্র রাজনীতি বাঁচাতে
ইডেন কলেজের ছাত্রলীগ এখন সব ছাত্রলীগের চেয়ে বিখ্যাত। এটি এ কারণে নয় যে তারা ক্যাম্পাসে মারামারি করেছে, যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, মানুষ নানারকম ট্রল করছে। বরং এই কলেজের ছাত্রলীগের ভেতর থেকেই এমন কিছু কথা উঠে আসছে, যা ছাত্র রাজনীতিতে হচ্ছে শোনাটাও পাপ। গত রবিবার কলেজের অডিটোরিয়ামের সামনে মারধর, হামলা, সংঘর্ষ, হোস্টেল থেকে বের করে দেওয়া, কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক কমিটি স্থগিত করা, সবই ঘটেছে। বহিষ্কারও বাকি ছিল না।
একের পর এক ঘটনা। বহুদিন ধরেই আলোচনা-সমালোচনায় ইডেন কলেজ ছাত্রলীগ। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই প্রতিষ্ঠানে লেখাপড়া বলতে গেলে শিকেয় উঠেছে। সবসময় রীতিমতো আতঙ্কে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবারের সংঘর্ষ দেখে তাদের অনেকে কলেজ ক্যাম্পাস ছেড়ে গেছেন। ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া চাঁদাবাজি ও সিট বাণিজ্যের সঙ্গে জড়িত উল্লেখ করে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস কয়েক দিন আগে গণমাধ্যমে কথা বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে কলেজের হল থেকে বের করে দেওয়া হয়। এরপরই কলেজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। কিছু দিন আগে তামান্না জেসমিন রিভার একটি অডিও ভাইরাল হয়েছে, যেটায় শোনা যাচ্ছে তিনি কাউকে এমন ভাষায় হুমকি দিচ্ছেন, যা শ্রবণযোগ্য নয়।
- ট্যাগ:
- মতামত
- ছাত্র রাজনীতি
- বাংলাদেশ ছাত্রলীগ