সীমান্তে উত্তেজনা: রোহিঙ্গা সমস্যা যেন আরও জটিল না হয়

প্রথম আলো এম সাখাওয়াত হোসেন প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৯

বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারে গোলাগুলি চলছে। এরই মধ্যে ওই সীমান্ত এলাকায় অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে একজন নিহত হয়েছে। সীমান্তসংলগ্ন বাংলাদেশের গ্রামাঞ্চলে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।


অকস্মাৎ এমন পরিস্থিতির কারণে সেখানকার বসবাসরত পাহাড়ি এবং বাঙালি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশের তমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকায় এটিই এখন পরিস্থিতি।


৪ সেপ্টেম্বর মিয়ানমারের যুদ্ধবিমান বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছিল, যা আন্তর্জাতিক রীতিনীতির বাইরে। মিয়ানমারের এমন আচরণের যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চারবার মিয়ানমার রাষ্ট্রদূতের মাধ্যমে কড়া ভাষায় প্রতিবাদ জানালেও তারা বিষয়টা খুব একটা ধর্তব্যের মধ্যে নিয়েছে বলে মনে হয় না। বরং মিয়ানমার প্রত্যুত্তরে যে ব্যাখ্যা দিয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও