
বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন
করাচিতে কাল ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে একটু ভিন্ন স্বরে অভিনন্দন জানিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। মজা করে পাকিস্তানের দুই ওপেনারকে ‘স্বার্থপর’ বলেছেন তিনি।
টুইটারে শাহিন লিখেছেন, ‘আমার মনে হয়, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলার সময় এসেছে। এত স্বার্থপর! ঠিকমতো খেললে ১৫ ওভারের মধ্যে খেলা শেষ হওয়ার কথা। শেষ ওভার পর্যন্ত লাগল। চলুন আন্দোলন করি, নাকি! এমন পাকিস্তান দলকে নিয়ে সত্যিই গর্বিত।’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ান ওপেনিংয়ে ২০৩ রানের জুটি গড়ে তিন বল হাতে রেখে পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয়ে সর্বোচ্চ রানের তাড়া। এমনকি রান তাড়ায় বাবর-রিজওয়ান জুটি নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। ২০২১ সালে তাঁরা সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে ১৯৭ রানের জুটি গড়েছিলেন।