কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্দান্ত জয়ের পর আইসিসির শাস্তিও পেল পাকিস্তান

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১৮:২২

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে পাকিস্তানকে গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। দুর্দান্ত এক জয়ে সেমির আশা টিকিয়ে রেখেছে পাকিস্তান। এমন দুর্দান্ত জয়ের দিনও বাবর আজমের দলকে শুনতে হলো দুঃসংবাদ। 


নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর পাকিস্তানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিউইদের বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল বাবরের দল। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে।


আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তান দলকে এই শাস্তি দিয়েছেন। মাঠের আম্পায়ার পল উইলসন, রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন বাবরের দলকে এমন অভিযোগে অভিযুক্ত করেছেন। পাকিস্তান অধিনায়ক বাবর দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও