পাঁচ বছর পর নকশায় পরিবর্তন, বেড়েছে ব্যয় ও সময়
চট্টগ্রামের মেগা প্রকল্প ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। বন্দরনগরীর সড়কে যানজট নিরসনের লক্ষ্যে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার অংশজুড়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৭ সালের ১১ জুলাই একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায়। তখন প্রকল্প ব্যয় ধরা হয় তিন হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা। ২০২০ সালের জুন পর্যন্ত প্রকল্পের কাজ শতভাগ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরমধ্যে আরও দুই দফা বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত নেওয়া হয় সময়সীমা। তবে এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে ৭০ শতাংশ।
এদিকে প্রকল্প শুরুর পাঁচ বছর পর চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তৃতীয় দফায় সময় বেড়েছে আরও দুই বছর। মেগা প্রকল্পটির ব্যয় ১ হাজার ৪৮ কোটি টাকা অর্থাৎ ৩২ শতাংশ বেড়ে এখন ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকায় দাঁড়িয়েছে।