কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানব উন্নয়ন সূচক বনাম সরকারি চাকরির মোহ

দেশ রূপান্তর নাজমুল আহসান প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতির ধারা বেশ আশাব্যঞ্জক। ইউএনডিপি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৯১টি দেশের মধ্যে ১২৯তম, যা আগের বছর ছিল ১৮৯টি দেশের মধ্যে ১৩৩তম। এ সময়ের মধ্যে বাংলাদেশের স্কোর বেড়ে পূর্ণমান ‘এক’-এর মধ্যে ০.৬৫৫ থেকে বেড়ে ০.৬৬১ হয়েছে। অর্থাৎ আগের বছরের থেকে পয়েন্ট বেড়েছে .০০৬। মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ নম্বরধারী দেশগুলো হচ্ছে নরওয়ে, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ড। বাংলাদেশ এখনো মধ্যমসারির মানব উন্নয়ন দেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের এই উন্নতির মূলে রয়েছে গড় আয়ু বৃদ্ধি পাওয়া, গড় স্কুলিং বৃদ্ধি পেয়ে ১২.৪ বছরে পৌঁছানো, ক্রয়ক্ষমতার ভিত্তিতে মাথাপিছু জাতীয় আয় ৫৪৭২ ডলার হওয়া। যদিও রিপোর্টে ক্রমবর্ধমান আয় বৈষম্যকে চ্যালেঞ্জ হিসেবে বলা হয়েছে।


সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবার আগে ৭৩তম, মালদ্বীপ ৯০তম এবং ভুটান ১২৭তম। আর বাংলাদেশের পরে আছে ভারত ১৩২তম, নেপাল ১৪৩তম, পাকিস্তান ১৬১তম ও আফগানিস্তান ১৮০তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বেশ কটি কারণে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার একটি দেশে মানব উন্নয়নের কর্মসূচি পরিচালনা করা একটি দুরূহ কাজ, অন্যদিকে আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। অধিকন্তু ব্যবস্থাপনাগত দুর্বলতা, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারার ঐতিহাসিক ঘাটতি ও সীমাবদ্ধতা তো আমাদের নিত্যসঙ্গী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও