বিপিসির বিদেশি ঋণে ‘চড়া’ সুদ

প্রথম আলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬

ডলার-সংকটে জ্বালানি তেল আমদানির ঋণপত্র খুলতে জটিলতায় ভুগছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তাই ১০০ কোটি মার্কিন ডলারের বিদেশি ঋণ নিতে চায় তারা।


যদিও এই ঋণ নেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। তারা বলছে, বিপিসি ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) নামে যে সংস্থার কাছ থেকে ঋণ নেবে, তাদের সুদের হার বেড়ে গেছে। ছয় মাস আগে যেখানে সাড়ে ৩ শতাংশ সুদে ঋণ পাওয়া যেত, সেটা এখন পড়বে সাড়ে ৫ শতাংশের মতো।


বিষয়টি এখন গড়িয়েছে অর্থ মন্ত্রণালয়ে। ইআরডি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। ইআরডির সচিব শরিফা খান প্রথম আলোকে বলেন, বিপিসিকে এরই মধ্যে ১৪০ কোটি ডলারের ঋণ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নতুন করে এখন চড়া সুদে এই ঋণ না নেওয়ার পক্ষে মতামত দিয়েছে ইআরডি। তিনি বলেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও