একইসঙ্গে একাধিক ডিভাইসে ফাইল শেয়ার করার সুবিধা
অ্যাপলের এয়ারড্রপের মতোই ফাইল শেয়ারের সুবিধা পাওয়া যাবে অ্যানড্রয়েড স্মার্টফোনে। ব্যবহারকারী তার একাধিক ডিভাইসের মধ্যে সহজেই ফাইল আদান-প্রদান করতে পারবে।
এনগ্যাজেট তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেলফ-শেয়ার ফিচার চালুর মাধ্যমে ব্যবহারকারীর অ্যানড্রয়েড ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে ফাইল আদান-প্রদান করতে পারবে। এমনকি স্ক্রিন বন্ধ থাকলেও সম্ভব হবে।
কয়েক সপ্তাহের মধ্যেই সেলফ শেয়ার অপশন চালু হয়ে যাবে বলে জানা গেছে। তবে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এছাড়াও অ্যানড্রয়েডে সাউন্ড নোটিফিকেশন নামে একটি ফিচার রয়েছে। যাদের শ্রবণশক্তি নেই বা সমস্যা রয়েছে তাদের জন্য গুগলের এ ফিচার। ফিচারটি চালু করার পর এটি ফায়ার অ্যালার্ম, দরজায় কড়া নাড়া, পানি পড়ার শব্দ শনাক্ত করতে পারে এবং সে বিষয়ে ব্যবহারকারীর ফোন বা ঘড়িতে ভিজুয়াল নোটিফিকেশন বা ভাইব্রেশন দেওয়ার মাধ্যমে সতর্ক করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফাইল শেয়ার
- অ্যাপল