দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

বার্তা২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩১০ জন।


এর আগে, শনিবার করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২২২ জন।


রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৮৮৭ জনে এবং করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩৪ জনে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে পরীক্ষা করা হয় ৩ হাজার ৪৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শতকরা ৮ দশমিক ৮৭ ভাগ।


এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৪৬ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও