You have reached your daily news limit

Please log in to continue


করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৩০ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ৬ জন খুলনা বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের ও ৫ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। করোনা শনাক্ত হয় ৩৮৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।


স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।


এ সময়ে করোনা আক্রান্ত ২৬০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন