You have reached your daily news limit

Please log in to continue


সড়ক হবে তিন রঙের, ‘লাল’ থাকবে হকারমুক্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলো গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ এই তিন রঙে চিহ্নিত করা হবে। আগামী সপ্তাহ থেকেই চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন,  'আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ককে লাল রঙ দ্বারা চিহ্নিত করবো। এ ধরনের সড়কে কোনও হকার বসতে দেওয়া হবে না।  যারা আছেন তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।  আর কিছু সড়ক গুরুত্ব অনুযায়ী  হলুদ ও সবুজ  চিহ্নিত করা হবে।' তিনি জানান, আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত সড়ক ও হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  'আমরা এ হকার্স মার্কেটেকে দশতলা বিপনি-বিতান করবো যেখানে আমাদের হকারদের পুনর্বাবাসন করা হবে। এটি একটি দীর্ঘ প্রত্যাশা ছিল। বিভিন্ন কারণে যা বাস্তবায়িত হয়নি। এ মার্কেট ভবনের নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। '

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন