প্রথম চালানে ভারতে গেল বরিশালের ৭ টন ইলিশ

ডেইলি বাংলাদেশ বরিশাল সদর প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১

ভারতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রফতানির অনুমতির পরপরই বরিশালের প্রথম চালানের ৭ টন ইলিশ পাঠানো হয়েছে। প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজের অনুকূলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বরিশাল থেকে দুটি ট্রাকে সাত টন ইলিশ ভারতে পাঠানো হয়। এরইমধ্যে ভারতের বাজারে পৌঁছেছে ওই চালান। বরিশাল মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইলিশ রফতানিকারক নীরব হোসেন টুটুল বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ২০১৯, ২০ ও ২১ সালের মতো এ বছরও আমরা ভারতে ইলিশ রফতানি করছি। সারা দেশের ৪৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট দুই হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে এবার। এ তালিকায় বরিশালের চার ব্যবসায়ী রয়েছেন। হিসাব করলে দেখা যায়, বরিশাল থেকে চার ব্যবসায়ী মোট ২০০ টন ইলিশ ভারতে পাঠাবেন। তিনি আরো বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব মাছ রফতানি করতে হবে। প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজের অনুকূলে বরিশাল থেকে দুটি ট্রাকে সাত টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। আরো ১০ টন ইলিশ পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। যদিও ভারতের বাজারে ইলিশের চাপ রয়েছে। তারপরও স্বাদ ও আকারের কারণে বরিশালের ইলিশের দাম ভালো পাওয়া যাবে সেখানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও