ফিলিস্তিনির প্রেমে পড়ার তথ্যও জানাতে হবে, ইসরায়েলি আইন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭

অধিকৃত পশ্চিম তীরে কোনো বিদেশি নাগরিক যদি ফিলিস্তিনি কারো প্রেমে পড়ে, সে ক্ষেত্রে বিষয়টি অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। বিবিসি জানিয়েছে, নতুন এই নিয়ম করা হয়েছে।


তারা যদি বিয়ে করে, তাহলে ২৭ মাস পর পশ্চিম তীর ছেড়ে যেতে পারবে। পশ্চিম তীরে বসবাস কিংবা পরিদর্শনে ইচ্ছুক বিদেশিদের ওপর নিয়ম কঠোর করার একটি অংশ এটি।


ফিলিস্তিনি এবং ইসরায়েলি এনজিওগুলো অভিযোগ করেছে, ইসরায়েল নিষেধাজ্ঞার মাত্রা নতুন স্তরে নিয়ে গেছে। সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর করার কথা রয়েছে।


ইসরায়েল কর্তৃপক্ষ নিয়ম বেঁধে দিয়ে বলেছে, পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনির সঙ্গে বিদেশি কেউ সম্পর্ক গড়লে, সম্পর্ক শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও