ফিলিপিন্সে বর্জ্যস্তূপের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ৩৮
ফিলিপিন্সের মধ্যাঞ্চলে একটি আবর্জনা জমা করার জায়গায় পাহাড়সমান ময়লার স্তূপ ধসে পড়ে ২২ বছর বয়সী এক নারী নিহত হয়েছে এবং ৩৮ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেবু সিটির বিনালিউ আবর্জনা সংরক্ষণাগারে বর্জ্যস্তূপের নিচ থেকে আহত ১২ পরিচ্ছন্নকর্মীকে উদ্ধার করা হয়েছে। এ আহতদের পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্জ্যস্তূপের নিচে চাপা পড়াদের বেশিরভাগই ওই আবর্জনা সংরক্ষণাগারের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
সেখানে কী কারণে ময়লার স্তূপ ধসে পড়েছিল, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি।
ব্যক্তি মালিকানাধীন ওই সংরক্ষণাগারে উদ্ধার কাজ চালাতে এরই মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কর্মীকে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে একাধিক খননযন্ত্র, অ্যাম্বুলেন্স ও দমকলের ট্রাকও দেখা গেছে।
“সবগুলো দল বাকি নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারে পূর্ণাঙ্গভাবে নিয়োজিত রয়েছে,” শুক্রবার এক ফেইসবুক পোস্টে বলেছেন সেবুর মেয়র নেস্টর আর্চিভাল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ময়লার স্তুপ ধসে নিহত