রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলা

ঢাকা পোষ্ট ভেনেজুয়েলা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৮

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ভেনেজুয়েলান সরকার। মানবাধিকার সংস্থাগুলো যাদের ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে গণ্য করে, তাদের মুক্তি দেওয়াকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে বর্ণনা করা হয়েছে।


শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের (ড্রাগ ট্রাফিকিং) অভিযোগ আনা হয়েছে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো বন্দি মুক্তির ঘটনা ঘটল।


ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় বলেন, ‘জাতীয় ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের’ স্বার্থে উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। হোর্হে রদ্রিগেজ বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। তবে ঠিক কতজন বা কাদের মুক্তি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও