বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে নৈতিকতাই আমার একমাত্র বাধা: ট্রাম্প

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ১৩:১৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার ক্ষমতা কেবল নিজের নৈতিকতার দ্বারাই সীমাবদ্ধ। তিনি মনে করেন, আন্তর্জাতিক আইন বা অন্য কোনো নিয়ম তাকে বাধা দিতে পারে না।


দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান তিনি।


বিশ্বব্যাপী ক্ষমতা ব্যবহারের কোনো সীমা আছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, 'হ্যাঁ, একটি জিনিস আছে। আমার নিজের নৈতিকতা। আমার নিজস্ব চিন্তা। এটিই একমাত্র জিনিস যা আমাকে থামাতে পারে।'


তিনি বলেন, 'আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি কারো ক্ষতি করতে চাই না।'


তার প্রশাসনকে আন্তর্জাতিক আইন মানে কি না, জানতে ট্রাম্প বললেন, 'আমি মানি।' তবে তিনি স্পষ্ট করে জানান যে এই ধরনের সীমাবদ্ধতা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারই থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও