কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপের আগে দিবালাকে ছন্দে ফিরিয়ে স্কালোনির কাছে ওয়াইন দাবি মরিনিওর

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪

জুভেন্টাসে প্রথম তিনটি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন আর্জেন্টাইন তারকা। পালের্মো থেকে ২০১৫–১৬ মৌসুমে জুভেন্টাসে নাম লেখান দিবালা। প্রথম মৌসুমে ৪৬ ম্যাচে ২৩ গোল করেন। পরের দুই মৌসুমে তাঁর গোল ১৯ ও ২৬টি। পরের চার মৌসুমের একবারও তিনি ২০ গোলের কোটা স্পর্শ করতে পারেননি।


ছন্দহীন এই দিবালাকেই এ মৌসুমে এএস রোমায় নিয়ে যান জোসে মরিনিও। প্রথম তিন ম্যাচে কোনো গোল পাননি, তবে একটি গোলে সহায়তা ছিল তাঁর। ভালো খেলছিলেন দিবালা, পরশু গোলও পেয়ে গেলেন। মোনৎসার বিপক্ষে দলের ৩–০ ব্যবধানের জয়ে তিনি করেছেন জোড়া গোল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও