চাকরির ভাইভা দিতে গিয়ে যে বিষয়গুলো মাথায় রাখবেন
নিয়োগপ্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভাইভা। এই ধাপেই আপনি আপনার দক্ষতা দেখিয়ে চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। অনেকেই আছেন, যারা চাকরির ভাইভা দিতে গিয়ে খুবই বিচলিত হয়ে পড়েন। তখন জানা উত্তর অজানা হয়ে যায়।
এ ছাড়া ভাইভা দেওয়ার সময় কিছু কারণে চাকরির সুযোগটি হারাতে পারেন।
আপনি যে প্রতিষ্ঠানে ভাইভা দিতে যাবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগেই ভালো করে জেনে নিন। কী ধরনের প্রশ্ন করতে পারে তা নিয়ে আগেই গবেষণা করে নিতে পারেন।
একটি জরিপে দেখা গেছে, নিচের কারণগুলোর জন্য মানুষ চাকরির সুয়োগ হারায়,
১. ভাইভার জন্য ঠিকঠাক প্রস্তুতি না থাকা।
২. দেরিতে পৌঁছানো।
৩. কিছু শোনার দক্ষতা কম।
৪. আগে যে প্রতিষ্ঠানে চাকরি করতেন তাদের নিয়ে কোনো নেতিবাচক কথা বলা।
৫. অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলা।
৬. অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো।
৭. ভাইভা বোর্ডের সদস্যদের কেউ যখন আপনাকে প্রশ্ন করবে তখন তার চোখের দিকে তাকিয়ে উত্তর না দেওয়া।
৮. প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হওয়া।