লাগাম টেনে ধরা জরুরি
টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি পদ্মা সেতু চালু এবং আসন্ন ডিসেম্বরে মেট্রো রেল চালুর মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। মেগাপ্রকল্প কর্ণফুলী টানেল, যা আগামী বছর উদ্বোধনের অপেক্ষায়। অন্যদিকে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর দারুণ প্রভাব ফেলছে।
স্বল্পমূল্যে চাল ও অন্যান্য নিত্যপণ্য সরকারের পক্ষ থেকে সরবরাহ সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা করি। সরকার তার মতো করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা এর বিপরীত চিত্রও লক্ষ করছি। সাম্প্রতিক সময়ে দলীয় নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারের যাবতীয় অর্জন ম্লান হয়ে যাওয়ার অপেক্ষায়। এখনই তাদের লাগাম টানতে না পারলে আগামী দিনে সরকারের ওপর সাধারণ মানুষের বিরূপ মনোভাব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।